পটুয়াখালীতে ১১ বছরের কিশোরীকে মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক কিশোরীকে মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই কিশোরীকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
কিশোরীর ভগ্নিপতি জহিরুল ইসলাম জানান, ঘটনার দিন গত বুধবার বিকালে মায়ের জন্য পান সুপারি ও ভেঙে যাওয়া মোবাইলের ডিসপ্লে ঠিক করতে বাড়ির পার্শ্ববর্তী তেগাছিয়া বাজারে যায় ওই কিশোরী। সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে রমজানপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে শাহীন সরদার (৩০) কিশোরীকে মুখ চেপে ধরে রাস্তা থেকে কিছু দূরে জঙ্গলে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার। এসময় কিশোরীর চিৎকারে প্রতিবেশী আনোয়ার হোসেন এগিয়ে এলে শাহীন পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কিশোরীকে প্রথমে বাসায় নিয়ে যান গ্রামবাসীরা। কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ না হলে ঘটনার দিন রাত দেড়টায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তার অবস্থা শঙ্কাজনক বলে জানান।
গ্রাম পুলিশ রাকিবুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে আমরা মেয়েটির বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
কলাপাড়া হাসপাতালের ডাক্তার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, শিশুটিকে নিয়ে আসার পর রক্তক্ষরণ হচ্ছিল এবং ওর ইনজুরি ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করি।
মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থল ও নির্যাতনের শিকার কিশোরীর পরিবারের সাথে কথা বলেছেন। এখনও থানায় অভিযোগ দেয়নি কিশোরীর পরিবার। তবে অভিযুক্ত ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নতুনসময়/এমএন