ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


পুলিশ সুপারকে ঘুষ, আটক ১


২৯ জুন ২০১৯ ০০:০৪

নড়াইলে কনস্টেবলের চাকরির জন্য পুলিশ সুপারকে ৭ লাখ টাকা ঘুষ দেয়ায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)।

শুক্রবার পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদর উপজেলার চাচড়া গ্রামের নুরুল ইসলাম ব্রাজিলের ফুটবল খেলার জার্সি উপহার দিতে আমার অফিসে আসে। রাতে বাসায় গিয়ে দেখতে পাই জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা রয়েছে। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দিই।

গতকাল বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেয়ার অভিযোগে আটক করা হয়।

 

নতুনসময়/এমএন