ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


রিফাতসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি


২৮ জুন ২০১৯ ২৩:২৯

রিফাতসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

শুক্রবার (২৮ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কবাদী) সাধারণ সম্পাদক কমরেড ডাঃ এম. এ সামাদের সভাপতিত্বে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে রিফাত হত্যাসহ সকল হত্যার বিচার ও গুম খুন বন্ধের দাবিতে এক সমাবেশ ও বিক্ষোভ থেকে এ দাবি জানানো হয়।

বক্তরা বলেন, দেশে লজ্জাজনকভাবে সন্ত্রাসীরা একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে। কাউকে আগুন দিয়ে পুড়িয়ে, কাউকে ধর্ষণ করে কাউকে কুপিয়ে হত্যা করে হচ্ছ। সরকার নির্বিকার ও ব্যর্থ। দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই। অপরাধীরা অপরাধ করেও কোনো শাস্তি পাচ্ছে না। এসব অপরাধীদের সরকারদলীয় লোকজন আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে। এসব হত্যার জন্য বিচারহীনতা দায়ী। প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে কোন অপরাধীকে গ্রেফতার করা হয় না। দেশে একের পর এক খুন গুম হয়ে চলছে। আমরা সকল হত্যাকান্ডের বিচার দাবি করছি।

সভাপতির বক্তব্যে কমরেড ডাঃ এম. এ সামাদ বলেন, আমরা বরগুনার রিফাতসহ সকল হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, গুম খুন, ও হত্যা বন্ধ চাই। পাশাপাশি সকল সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতাকারী প্রভাবশালী, গডফাদারদের বিচার দাবি জানাচ্ছি।

এছাড়াও উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য কমরেড আবু মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির আহ্বায়ক কমরেড ডাঃ শামছুল আলমসহ প্রমুখ।