ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, 'বন্দুকযুদ্ধে' ধর্ষক নিহত


২৭ জুন ২০১৯ ২২:৫৭

সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ধর্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রানা (২০)।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ১টি অস্ত্র, ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আচার খেতে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছিলো আসামি রানা।


নতুনসময়/এমএন