দেওয়ানগঞ্জে অসুস্থ গরু জবাই করার দায়ে ২ মাংস ব্যাবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রির উদ্দেশে জবাই করার সময় আটক দুই মাংস ব্যাবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এবং এক স্থানীয় মুয়াজ্জিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ বাজার এলাকার মৃত মাক্কু মিয়ার ছেলে মাংস ব্যবসায়ী সোনা মিয়া (৩৫) ও সাদা মিয়ার ছেলে সুজন মিয়া (৩০) ২৬ জুন ভোর ৬ টার দিকে একটি অসুস্থ গরু ভ্যানগাড়িতে করে দেওয়ানগঞ্জ পিলখানায় নিয়ে যান। তারা দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মো. বাচ্চু মিয়াকে দিয়ে অসুস্থ গরুটি জবাই করান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দেওয়ানগঞ্জ থানায় খবর দেন। দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, এএস আই মাসুদ করিম, এএসআই নাজমুল পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত সেখানে পৌঁছে তিনজনকে আটক এবং জবাই করা অসুস্থ গরুটি জব্দ করে থানায় নিয়ে যান।
বেলা ১২ টার দিকে নির্বাহী হাকিম ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস বিক্রির উদ্দেশে অসুস্থ গরু জবাইয়ের দায়ে সোনা মিয়া ও সুজন মিয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মুয়াজ্জিন মো. বাচ্চু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালতের এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, জবাই করা অসুস্থ গরুটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।