ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


বেনাপোল সীমান্তে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৩


২৭ জুন ২০১৯ ০৩:২০

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫৫ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৬ জুন) ভোরে ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের হযরত আলীর ছেলে আজিজুল (৩৬) এবং পুটখালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সফিকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ফজলে করিমের ছেলে মন্টু (৪০) ।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট এনে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থায়ন করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের সুবেদার মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আজিজুলের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং সফিকুল ও মন্টুর কাছ থেকে ৬ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করেন । আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।