প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন

গত ২০ জুন রোববার মঙ্গল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি ২২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে শ্রীমদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক মঙ্গল মিয়া হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের মৃত মো. রোসমত আলী বেপারীর ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবন্ধি মেয়েটি সেলোয়ার সেলাইয়ের জন্য পাশের চকের বাড়ির দর্জি দোকানদার হেলেনা বেগমের বাড়িতে যাওয়ার পথে ধর্ষকের বাড়ির উঠানের মধ্যে গেলে বাড়িতে কেউ না থাকায় মঙ্গল মিয়া প্রতিবন্ধি মেয়েটিকে নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি কান্নাকাটি করে দর্জি দোকনদারের বাড়িতে ধর্ষনের ঘটনা বলে এবং বাড়িতে এসে তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা বললে আশে পাশের লোকজন জানাজানি হয়। এ ব্যাপারে প্রতিবন্ধি মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার রাতে ধর্ষক মঙ্গল মিয়াকে একমাত্র আসামী করে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকে ধর্ষক মঙ্গল মিয়া পলাতক রয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, এ ব্যাপারে ধর্ষক মঙ্গল মিয়ার বিরুদ্ধে ধর্ষন মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং প্রতিবন্ধী মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আলামত পাওয়া যাওয়ায় এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়ে ধর্ষককে গ্রেফতারের দাবীতে আজ মানববন্ধন পালন করা হয়৷ মানববন্ধনে উপস্থিত ছিলেন - হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার৷ হিন্দু সম্প্রদায়ের হোমনা উপজেলার সভাপতি বাবু চন্দন লাল রায়। নতুন সময় চ্যানেলের স্থানীয় সাংবাদিক শাহজালাল সাজু আহমেদ। পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামানসহ মেহেদি, জাহাঙ্গীর, জাকির বাঘা ও স্থানীয় নেতৃবৃন্দ।