ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ছাত্রলীগ সভাপতির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


২৭ জুন ২০১৯ ০২:২৭

পটুয়াখালীর বাউফলে এক ওয়ার্ড ছাত্রলী‌গ সভাপ‌তির ক্ষত‌বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দি‌কে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ক‌রে।

নিহত শুভংকর নওমালা ইউ‌নিয়‌নের বটকাজল গ্রামের সত্য রঞ্জন সাহার ছে‌লে এবং ইউ‌নিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপ‌তি।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকা‌লে শুভংকর বন্ধুর বাড়ি যায়। এরপর থে‌কে শুভংকর নি‌খোঁজ হয়। অনেক খোঁজাখু‌জির পর বুধবার সকা‌লে ভাঙ্গাখাল থেকে ক্ষত‌বিক্ষত অবস্থায় শুভংকরের মরদেহ উদ্ধার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মরদেহের সুরতহাল শে‌ষে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা‌বি‌শিস্ট হাসপাতালে পাঠানো হয়েছে।


নতুনসময়/এমএন