ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপের ২ যাত্রী নিহত


২৬ জুন ২০১৯ ০০:১৩

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। নিহত দুজনের বাড়ি কিশোরগঞ্জে এবং সম্পর্কে দুই ভাই। একজনের নাম নাইম তবে অপর কিশোরের নাম জানা যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গী থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তাগামী একটি পিকআপ ভ্যানকে নগরের পোড়াবাড়ি এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা ২জন যাত্রী নিহত ও ৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শফিকুলকে হাসপাতলে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে।