চাঁদাবাজির মামলায় জামিন পেলেন ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি

চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন। আজ মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২ টার সময় ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদের এজলাসে ইব্রাহিম চৌধুরী পাপনের জামিন মঞ্জুর করেছেন।
এদিকে গত ১৯ তারিখ রাত আনুমানিক ১২ টা ১৫ মিনিটে পাপনের বাড়ির দরজা থেকে আটক করেন ভোলা থানা পুলিশ।
ভোলা সদর মডেল থানার ওসি সগির মিঞা বলেন, তাকে জনৈক ঠিকাদার ছোটনের করা চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেকিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরিবার দাবি করেছেন তার বিরুদ্ধে কোন মামলা ছিলো না তাকে পুলিশ ধরে নিয়ে চাঁদাবাজি মামলা দিয়ে জেলে হাজতে পাঠায়।