চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৩

চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে অন্তত তিনজন। রোববার গভীর রাতে সীমান্ত পথে গরু আনতে গেলে এই ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা বাংলাদেশি রাখালদের ওপর গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই তারা নিহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতরা হলেন, শিবগঞ্জের দুর্লভপুর গ্রামের মুক্তার আলী ছেলে সেলিম হোসেন (৩৪) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা কটাপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে আবু বাক্কার। এদের মধ্যে সেলিমের লাশ রাতেই সহযোগীরা সীমান্ত পার করে নিয়ে আসতে পারলেও আবু বাক্কারের লাশ এখনো বিএসএফের হেফাজতে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তারা নাম প্রকাশ করতে রাজি হননি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, বাখের আলী সীমান্তে কয়েকজন রাখাল হতাহতের খবর শুনেছি। কিন্তু ক’জন নিহত হয়েছেন তার কোন তথ্য নেই। এই বিষয়ে বিজিবি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবেন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, রোববার রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ২৭/৬ এস দিয়ে ৪০ থেকে ৫০ জন বাংলাদেশি রাখাল পদ্মা নদী পার হয়ে ভারতের বাহুড়া সীমান্তে প্রবেশ করে। রাত পৌনে দুইটার দিকে তারা দুই শতাধিক গরু মহিষ নিয়ে সীমান্ত অতিক্রমকালে ভারতের ৭৮ বাহুড়া বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের উপর গুলি বর্ষণ করে। এতে ভারতীয় সীমান্তের ২৫০ গজ অভ্যন্তরে পাঁচজন রাখাল গুলিবিদ্ধ হয়।