এসবির কনস্টেবলের ছোট মেয়ের অস্বাভাবিক মৃত্যু, বড় মেয়ে হাসপাতালে

রাজধানীর মানিকদীতে বনানী জোনের সিটি এসবির কনস্টেবলের ছোট মেয়ে আলিফা (২) অস্বাভাবিক মৃত্যু হয়েছে, বড় মেয়ে লুবনা (৫) অসুস্থ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন।
মা নুসরাত জাহান জানান, তিনি বাসায় রান্না ঘরে ছিলেন, এসময় শিশু দু'জন পাশের বাড়িতে গিয়েছিল, কিছুক্ষণ পর দেখেন বড় মেয়ে ছোট মেয়েকে কোলে করে রুমে নিয়ে এসে পড়ে যায়। তখন ছোট মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান, বড় মেয়েও অসুস্থ হয়ে পড়ে। দুই বোনকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে আগারগাঁও নিউরসাইন্স ইনিস্টিউট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ছোট মেয়ে আলিফা (২) কে মৃত ঘোষনা করেন। বড় বোন লুবনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে বিকাল সাড়ে ৫ টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মা বলেন, তার ধারনা দু শিশুই কিছু খেয়ে ছিল, তবে কি খেয়েছে তা জানাতে পারেননি তিনি।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, অসুস্থ এক শিশু ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
বনানী জোনের সিটি এসবির ইন্সপেক্টর গিয়াস উদ্দিন মিয়া জানান, জসিম উদ্দিন আমাদের জোনের কনেষ্টেবল পদে কর্মরত। তার মায়ের অসুস্থতার কারনে ছুটিতে গ্রামের বাড়ী গিয়েছে। বাসায় তার দুই সন্তান ও তাদের মা ছিল। কিভাবে অসুস্থ হয়েছে বা, কি খেয়েছিল তা এখনো জানতে পারেননি।
নতুনসময়/এমএন