ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু


২৫ জুন ২০১৯ ০৩:০৬

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে ডেফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মারা গেছে। তার নাম শাহাদত হোসেন সানি (২১)।

রবিবার রাত পৌনে দুইটায় রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির এএসআই মহিউদ্দিন নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান রবিবার রাত সোয়া নয়টায় মহাখালী আমতলী এলাকায় রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই রনি জানান, সানি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। গতকাল রাতে আমরা খবর পাই মহাখালী আমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মইহারি গোলাপবাগ গ্রামের আব্দুর রহিমের ছেলে। পান্থপথ এলাকায় ম্যাচে থাকতো সে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।