আশুলিয়ায় ১২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় ১২০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপুর ও চালাবজার এলাকায় এ সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাত সায়েমের নেতৃত্বে প্রায় ৭৫ জন শ্রমিক উচ্ছেদ অভিযান কাজে অংশ নেয়। এসময় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিলো।
এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, এধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে। তিনি আরো বলেন, এ পর্যন্ত তিতাসের প্রায় ২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সাথে প্রায় ৪ কিলোমিটার নিম্নমানের পাইপ উদ্ধার করা হয়েছে। যে ধরনের পাইপ ব্যবহার করা হয়েছে তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলেও জানান তিনি।এসময় রাইজার গুলো খুলে নেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার এই দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি এলাকা বাকি থাকায় আজ কাঠগড়া এলাকার চালাবাজারে অভিযান পরিচালনা করা হয়। যা একই লাইনের অন্তর্ভুক্ত।
গ্যাস সংযোগ বিছিন্নকালে উপস্থিত ছিলেন, উপ-ব্যাবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, সহ-ব্যাবস্থাপক আব্দুল মান্নান, কামরুল হাসান সেলিম, সাকিব-বিন-আব্দুল হান্নান ও ঠিকাদার মনিরসহ আরো অনেকে।