সাভারে সড়ক দূর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে সোমবার সকালে বাসের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
নিহতের নাম আল মুসলিম (৬২)। এখন পর্যন্ত তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সে আনলিমা পোশাক কারখানায় কর্মরত ছিলো বলে জানা যায়। তবে বাসের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে মুসলিম এক পোশাক শ্রমিক কর্মস্থল আনলিমা পোশাক কারখানায় কাজে যোগদানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। সাভার উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) জাফর ইকবাল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সাথে তার বিস্তারিত পরিচয় ও পরিবহন সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।