ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান মুন্না


২৪ জুন ২০১৯ ০৭:০১

মানবাধিকার সংস্থা ‘সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র ভাইস চেয়ারম্যান হলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও মিডিয়াব্যক্তিত্ব শাহাদাৎ হোসেন মুন্না। আজ রবিবার মানবাধিকার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় সবর্সম্মতিতে সংগঠনটির চেয়ারম্যান আনোয়ার ই তাসলিমা তাকে এই দায়িত্ব অর্পণ করেন।

মিডিয়া জগতে পরিচিত ও জনপ্রিয় সংগঠন বাংলাদেশ ক্যাবল টিভি দশর্ক ফোরামের মহাসচিব হিসেবে শাহাদাৎ হোসেন মুন্না দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একই সাথে বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত তিনি।

এ বিষয়ে শাহাদাৎ হোসেন মুন্না বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের দায়িত্ব সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো৷ একই সাথে সহযোগিতার হাত বাড়ানো। আমরা সবাই যার যার স্থান থেকে অসহায় মানুষের পাশে একটু সহায়তার হাত বাড়ালেই তারা ফিরে পাবে নতুন জীবন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।