ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নাগরপুরে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


২৪ জুন ২০১৯ ০১:৩৪

টাংগাইলের নাগরপুরে আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় একটি আনন্দ র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, মো. মতি মিয়া, আনিসুর রহমান আনিস, সহ সাধারণ সম্পাদক খঃ নাজমুল হক তপন,আ. লীগের সদর ইউনিয়ন সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম অপু, তথ্য ও গবেষণা সম্পাদক জাকির তালুকদার প্রমুখ।