ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


পান কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী


২৩ জুন ২০১৯ ০৫:৪০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পান কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। গতকাল শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। পরে শনিবার সকালে ওই ছাত্রীর পরিবার ফুলবাড়ী থানায় মামলা (নম্বর ২৯) করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, স্কুলছাত্রীর পরিবার বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। শ্যামপুর জেলে পাড়া গ্রামের হযরত আলীর পান-সুপারির বাগানে ওই ছাত্রী পান কুড়াতে যায়। তখন একই গ্রামের মৃত রাড়িয়া বাজারির ছেলে পাঁচ সন্তানের জনক জবদুল হোসেন (৫৫) তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে তার দাদীসহ স্থানীয়রা এগিয়ে গেলে জবদুল পালিয়ে যায়।


নতুনসময়/এমএন