শ্রীবরদীতে শিশু ধর্ষণকারী ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন
-2019-06-22-18-23-32.jpg)
শ্রীবরদীতে শিশু ধর্ষণকারী ইসমাইল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিত শিশুর পরিবার। শনিবার দুপুরে প্রেসক্লাব শ্রীবরদীর অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় ওই শিশুর মা-বাবা ও বড় ভাই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ধর্ষিতা শিশুর বড় ভাই লিখিত বক্তব্যে বলেন, গত ২২ মে দুপুরে শিমুল চুড়া গ্রামের কাশেম মিয়ার ছেলে ইসমাইল হোসেন আমার শিশু বোনকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে আমার ধর্ষিতা শিশু বোনের চিৎকারে আশপাশের ও বাড়ির লোক এসে ভিকটিমকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে আসে। পরে ওই শিশুর মা ধর্ষকসহ ৪ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ আসামীদের আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে ধর্ষক ইসমাইল ব্যাতীত অপর তিন আসামী যথাক্রমে আজিজল হক, শহিজল ও তোফাজ্জল হোসেন জামিনে বেরিয়ে এসে বাদী পক্ষদের মামলা তুলে নেওয়ার জন্য মারপিট করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এনিয়ে শ্রীবরদী থানায় আরো একটি অভিযোগ দায়ের করি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পরিবারের সার্বিক নিরাপত্তার স্বার্থে জামিনকৃত আসামীদের জামিন বাতিল করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।