ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বরগুনায় চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন


২৩ জুন ২০১৯ ০৩:৫৩

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডঃ মসিউর রহমানকে মারধর করায় শনিবার সকাল ১০ টায় হাসপাতালের সামনে মানববন্ধন করেছে চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। পাশাপাশি ১ ঘন্টা বন্ধ রেখেছে সকল স্বাস্থ্য সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো রোগী ও স্বজনরা।

এ ঘটনায় গতকাল রাতে সাগর নামে এক জনকে আটক করেছে পুলিশ।

উলেখ্য, ১৯ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে খিচুনি ও বমিসহ আব্দুলাহ নামের জেলা স্কুলের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। রাতে কর্তব্যরত চিকিৎসক ডঃ মসিউর রহমান রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু স্বজন বিলম্ব করায় বরগুনা হাসপাতালেই ওই ছাত্রের মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে ডঃ মসিউর রহমানকে মারধর করেন তারা।