ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


দুই বোনকে অপহরণ করে ২০ দিন ধরে ধর্ষণ, অতঃপর...


২৩ জুন ২০১৯ ০০:৫৯

ফুসলিয়ে অপহরণ করা হয় চাচাতো জেঠাতো দুই বোনকে। এরপর এক রুমেই টানা ২০ দিন ধরে দুই বোনকে অসংখ্যবার ধর্ষণ করে দুই ধর্ষক। সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে ৭ম শ্রেণির এক ছাত্রী ও তার চাচাতো বোনকে কৌশলে অপহরণ করে দুই বন্ধু।  

শুক্রবার দিবাগত মধ্যরাতে ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসা থেকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো আল-আমিন (২২) ও তার বন্ধু রিয়াদ (২৫)। এর আগে ২১ জুন ধর্ষিতার বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। শনিবার দুপুরে দুই ধর্ষককে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ২ জুন বিকাল সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে দুই চাচাতো জেঠাতো বোনকে অপহরণ করে আল-আমিন ও তার বন্ধু রিয়াদ। পরে তাদেরকে ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসায় নিয়ে যায়। ঐ বাসার এক কক্ষেই দুই বন্ধু অসংখ্যবার তাদেরকে ধর্ষণ করে। এদিকে, ঐ দুই বোনকে তাদের স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে ২১ জুন অপহরণের জিডি করা হয়।  

পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান দুই বোনকে উদ্ধার এবং দুই ধর্ষককে গ্রেফতার করে। ধর্ষক আল-আমিনের পিতার নাম বাদল। ধর্ষক রিয়াদের পিতার নাম আজিজ হোসেন।0 তদের বাড়ি ভোলার চরফ্যাশন থানার কুলসুমবাগ এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া  জানান, শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


নতুনসময়/এমএন