ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


চকলেটের প্রলোভনে পাঁচ বছরের নাতনিকে ধর্ষণ করলো দাদা


২২ জুন ২০১৯ ০৫:৩৮

রংপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সের নাতনিকে তার দাদা মোজাম্মেল হক (৫৫) ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোজাম্মেল হককে আটক করেছে পুলিশ। রংপুর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কার্তিক মুন্সিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ধর্ষণের শিকার আহত শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিশুটির দাদি বলেন, দুুপুরের দিকে তার নাতনি বাড়ির বাইরে খেলা করছিল। এসময় প্রতিবেশী দাদা মোজাম্মেল হক তাকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ধর্ষক মোজাম্মেলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি একেএম নাজমুুল কাদের বলেন, যৌন নির্যাতনের শিকার আহত শিশুটিকে রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার পরেই ধর্ষককে আটক করা হয়েছে।


নতুনসময়/এনএইচ