ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


বাংলাদেশ ক্রিকেটের কিছু রেকর্ড, যা ভাঙা অসম্ভব


৩০ আগস্ট ২০১৮ ২৩:৫৮

২০০০ সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। সাদা পোশাকে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও রঙ্গিন পোশাকে টাইগারদের হারানো এখন প্রায় অসম্ভব। নতুন সময় পাঠকদের জন্য আজকে আমাদের আয়োজন বাংলাদেশ ক্রিকেটের এমন কিছু রেকর্ড, যা ভাঙ্গা প্রায় অসম্ভব। এক নজরে দেখে নিন-

১) টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্রিক করেছেন সোহাগ গাজী। যা বিশ্ব ক্রিকটে রেকর্ডে ৩ নাম্বারে রয়েছে।

২) টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। মাত্র ১৬ বছর বয়সে এই রেকর্ড করেন যেটি বিশ্ব ক্রিকটে রেকর্ডে ১০ নাম্বারে রয়েছে।

৩) বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি ও ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল।

৪) বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান একই সময়ে তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন।

৫) ওয়ানডে ক্রিকেটে বিশ্বের একমাত্র বোলার হিসেবে অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করেছেন তাইজুল ইসলাম।

৬) টেস্ট অভিষেকের পর টানা ১৩ টেস্টে ফিফটি প্লাস রান করেছিলেন মুমিনুল হক। যা আর কেউই করতে পারেনি।

৭) ওয়ানডে ক্রিকেটে অভিষেকে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেটের রেকর্ড করেছিলেন তাসকিন আহমেদ।

কেআই