ঢাকা বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৫ই কার্তিক ১৪৩২


সৌদি কিংস কাপ 'রাউন্ড অব সিক্সটিন' থেকেই বিদায় নিলো রোনালদোর আল নাসর


২৯ অক্টোবর ২০২৫ ০৮:৫৬

সংগৃহীত

সৌদি কিংস কাপে 'রাউন্ড অব সিক্সটিন' থেকেই বিদায় নিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। দশ জনের ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে আরও একবার শিরোপার স্বপ্নভঙ্গ হলো সিআরসেভেনের। হারের পর সামাজিকমাধ্যমে এক পোস্টে দলের ছবি দিয়ে এই পর্তুগিজ তারকা বার্তা দিয়েছেন, শিক্ষা নিয়ে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার।

 

কয়েক দিন আগেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ গোলের অনন্য কীর্তি অর্জন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছিলো শুধু আল নাসরের জার্সিতে মেজর কোনো ট্রফি জয়ের আক্ষেপ। সেই আক্ষেপ এবার আরও দীর্ঘ হলো সিআরসেভেনের। সৌদি কিংস কাপে আল ইত্তিহাসের কাছে ২-১ গোলে হেরে রাউন্ড অব সিক্সটিনেই বিদায় ঘণ্টা বাজলো আল নাসরের। 

 

এর আগে, অধিনায়ক করিম বেনজেমা এগিয়ে নেয় আইটিটিকে। ৩০ মিনিটে রোনালদোর ক্রস থেকে ডিফ্লেকশনের পর, অ্যাঞ্জেলোর শক্তিশালী স্ট্রাইকের মাধ্যমে আল নাসর সমতা ফেরায়। তবে, এইচটি-র ঠিক আগে হুসেম আউয়ারের গোলে জয়ের সম্ভাবনা তৈরি হয়। আহমেদ আল জুলায়দানকে বেপরোয়া চ্যালেঞ্জের জন্য মাঠ ছাড়তে বাধ্য করার পর, আইটিটি এক খেলোয়াড়ের নিচে থাকা সত্ত্বেও জয় ধরে রাখে। 

 

উল্লেখ্য, ২০২২ সালে আল নাসরে যোগ দেয়ার পর থেকে দলটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। গেল বছর কিংস কাপের ফাইনালের পর সৌদি সুপার কাপের ফাইনালে হারে দলটা। এরপর চলতি বছর সুপার কাপের ফাইনালে হেরে শিরোপা খোয়ায় সিআরসেভেনের দল। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলেও টুর্নামেন্টটিতে ছিলো না ফিফার স্বীকৃতি।