ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


সাদমানের পর মিরাজের সেঞ্চুরি, ২১৭ রানের লিডে বাংলাদেশ


৩০ এপ্রিল ২০২৫ ১৫:২১

ফাইল ফটো

ওপেনার সাদমান ইসলামের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন মেহেদি হাসান মিরাজ। ফলে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে সব উইকেট হারিয়ে ৪৪৪ রান করেছে বাংলাদেশ। 

 

এতে প্রথম ইনিংস থেকে ২১৭ রানের লিড পেয়েছে টাইগাররা।

 

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৯১ রান করেছিল বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে এগিয়ে ছিল টাইগাররা। সাদমান ১২০ রান করেন। 

 

তৃতীয় দিন তাইজুল ২০ ও তানজিম হাসান ৪১ রানে আউট হলেও শেষ ব্যাটার হাসান মাহমুদকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ২০২১ সালে এই চট্টগ্রামের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন মিরাজ। 

 

শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ১১টি চার ও ১টি ছক্কায় ১৬২ বলে ১০৪ রান করেন মিরাজ। অষ্টম উইকেটে তাইজুলের সাথে ৬৩, নবম উইকেটে তানজিমকে নিয়ে ৯৬ ও এবং দশম উইকেটে হাসানের সঙ্গে অবিচ্ছিন্ন ৩ রানের জুটি গড়েন মিরাজ।

 

এতে ম্যাচের সংখ্যা হিসেবে মিরাজ টপকেছেন সাকিবকে। জায়গা করে নিয়েছেন ক্রিকেট কিংবদন্তিদের কাতারে। 

 

নিজের ৫৩তম টেস্টে এসে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পুরো বিশ্বের সাপেক্ষে যা ৫ম দ্রুততম। তার চেয়ে কম সময়ে এই ডাবল পূরণ করেছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিন। এদের মধ্যে ইয়ান বোথামই কেবল ৫০ টেস্টের আগেই এই চক্র (৪২ ম্যাচ) পূরণ করেছেন। 

 

ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অবশ্য যৌথভাবে ৫ম স্থান ভাগাভাগি করছেন মিরাজের সঙ্গে। দুজনেই নিজেদের ৫৩তম টেস্টে ২০০০ রান এবং ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন। সাকিব আল হাসানের এই ডাবল পূরণে দরকার হয়েছিল ৫৪ টেস্ট। 

 

জিম্বাবুয়ের মাসেকেসা ১১৫ রানে ৫ উইকেট নেন।