সংসদে নারী আসনসহ ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, সংসদে নারী আসনসহ ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। বাকি থাকা বিষয়গুলো নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আলোচনা হবে। তাছাড়া, কিছু বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, সংসদে নারী আসন একশতে উন্নীত করা নিয়ে প্রায় সকল দল একমত। দুয়েকটি দল নোট অভ ডিসেন্ট দিয়েছেন। নারী প্রতিনিধিত্ব বাড়াতে কিছু দলের নোট অভ ডিসেন্ট থাকলেও সিদ্ধান্ত নেয়া গেছে।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বিদ্যমান সংরক্ষিত আসন বহাল রেখে সংবিধান সংশোধন করা হবে। এই পদ্ধতিতে ন্যূনতম নারী সদস্য ৩৩ শতাংশ না হওয়া পর্যন্ত ৫% নারী সদস্য মনোনয়ন অব্যাহত রাখবে। সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০৪৩ সাল পর্যন্ত বহাল থাকবে।
কমিশনের সহ সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া নিয়োগ দিতে পারবেন। এমন বিধান রাখার প্রস্তাব দেয়া হয়েছে।
সবশেষ তিনি বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব আলোচনা শেষ করতে পারব বলে আশা করছি। প্রাথমিক পর্যায়ের আলোচনায় ঐকমত্য হওয়া বিষয়গুলো দলগুলোকে পাঠানো হয়েছে।