ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


যেভাবে এল আফ্রিদির ‘বুমবুম’ নাম


৩০ আগস্ট ২০১৮ ২৩:৪৫

বোলারদের পিটিয়ে তোলাধোনা করে নিজের নামের পেশে পেয়েছেন ‘বুমবুম’ খেতাব। তিনি পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। বিধ্বংসী এ ব্যাটসম্যানে বুমবুম হলো কীভাবে? অনেকের মনেই জানার ইচ্ছে। এবার টুইটারে এক ভক্তের প্রশ্নের জবাবে ইচ্ছে পূরণ করেছেন আফ্রিদি। তিনি হচ্ছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রী

২০০৫ সালে কানপুরে ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচে ৪৬ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলে পাকিস্তানকে ৫ উইকেটে জিতিয়েছিলেন আফ্রিদি। এ ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় আফ্রিদিকে ‘বুমবুম’ নামে ডেকেছিলেন শাস্ত্রী। মূলত প্রতি ম্যাচেই বিশাল-বিশাল ছক্কার বন্য বইয়ে দেয়ার কারণেই ‘বুমবুম’ স্থায়ী হয়ে যায় তার নামের পাশে। ৩৮ বছর বয়সী আফ্রিদির ক্যারিয়ারে ৩৯৮ ওয়ানডে ম্যাচে ৩৫১ টি ছক্কা মেরেছেন। ৭৩ টি-২০ তেও রয়েছে ৯৯টি ছক্কার মার।

গ্রেট এই ক্রিকেটার তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৫ সালের ২০ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে। শেষ টি-২০ খেলেছেন ২০১৮ সালের ৩১ মে আইসিসির বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ১১ হাজার ১৯৬।

এসএ