ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


ভারতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রামের কিউরেটের, স্ত্রী নিহত


১৯ এপ্রিল ২০২৩ ০৫:৩৩

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রামের প্রধান পিচ কিউরেটর প্রভীন হিঙ্গানিকর। ঘটনাস্থলেই নিহত হয়েছেন তার স্ত্রী।

ছুটি কাটাতে নিজ দেশ ভারতে গিয়েছিলেন হিঙ্গানিকর।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় ভারতের পুনে থেকে নাগপুর আসার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নাগপুরের স্থানীয় এক সাংবাদিক রাইজিংবিডিকে জানিয়েছেন, হিঙ্গানিকর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

হিঙ্গানিকরের দুর্ঘটনার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইকে