ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


অসুস্থ ছেলেকে নিয়ে হঠাৎ সিঙ্গাপুরে তামিম


১৪ এপ্রিল ২০২৩ ০০:৫৮

বেশ কিছুদিন ধরে পেট ব্যাথা নিয়ে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তামিম ইকবালের ছেলে আরহাম ইকবালকে।

তবে ব্যাথা না কমায় ছেলেকে সঙ্গে নিয়ে গতকাল বুধবার (১২ এপ্রিল) হঠাৎ সিঙ্গাপুরে পাড়ি দিয়েছেন টাইগার ওয়ানডে দলের এই অধিনায়ক।

গত ৪ এপ্রিল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হয়েছিল। সেই ম্যাচ শুরুর আগের দিন ছেলের অসুস্থতার খবর পান তামিম। আইরিশদের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান।

এদিকে টেস্ট ম্যাচের খেলা শেষে ক্রিকেট থেকেই দূরে ছিলেন বাঁহাতি এ ওপেনার। জাতীয় দলের হয়ে খেলার বিষয়টিও নির্ভর করছে তামিমের ছেলের শারীরিক অবস্থার ওপর।

যদিও ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। সফরকে সামনে রেখে ঈদুল ফিতরের পর আগামী ২৬-২৯ এপ্রিল সিলেটে ক্যাম্প করবে টাইগাররা। এরপর ১ মে ইংল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ দল।

আইকে