ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


লুক্সেমবার্গকে গোলবন্যায় ভাসালো পর্তুগাল


২৭ মার্চ ২০২৩ ২১:৫৬

২০২৪ ইউরো বাছাই পর্বের ম্যাচে লুক্সেমবার্গকে গোলবন্যায় ভাসিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের রাতে ৬-০ ব্যবধানের বড় জয় পেয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

ম্যাচ শুরুর ৯তম মিনিটেই এগিয়ে যায় সফরাকারীরা। পর্তুগালকে লিড এনে দেন ফুটবল মহাতারকা রোনালদো।

ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। সিলভার দারুণ ক্রস দূরের পোস্টে ফাঁকায় পেয়ে লাফিয়ে নেয়া হেডে গোলটি করেন চেলসিতে খেলা এই ফরোয়ার্ড।

এর ঠিক ৩ মিনিট বাদেই স্কোরলাইনে নিজের নাম তোলেন সিলভা। জোয়াও পালিনিয়ার ক্রসে কোনাকুনি হেডে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।

ম্যাচের ৩১তম মিনিটে আবারো লিড পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের থ্রু বলের নিয়ন্ত্রণ নিতে প্রথমে দারুণ এক ডজে ছুটে আসা প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বক্সের মধ্যে বাম পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

বিরতির পর ৭৭তম মিনিটে ওতাভিও ও ৮৮তম মিনিটে রাফায়েল লেয়াও গোল করলে ৬-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। দুই ম্যাচে লুক্সেমবার্গের পয়েন্ট ১।

আইকে