ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


ব্রিস্টল সিটিকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি


২ মার্চ ২০২৩ ০২:১৩

ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় সারির দল ব্রিস্টল সিটিকে তারা হারিয়েছে ৩-০ গোলে। এই জয়ে তারা পৌঁছে গেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে।

টানা ১২ ম্যাচ ধরে অপরাজিত থাকা ব্রিস্টলের বিপক্ষে এদিন ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় ফিল ফোডেন গোল করে এগিয়ে নেন দলকে। তাকে গোলে সহায়তা করেন রিয়াদ মাহরেজ। এরপর দ্বিতীয় গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৬৭ মিনিট।

ম্যাচের ৭৪ মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ফোডেন। এরপর ৮১ মিনিটের মাথায় ২৫ গজ দূর থেকে কেভিন ডি ব্রুইন অসাধারণ এক গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

আইকে