হঠাৎ ক্ষেপে গেলেন মাশরাফি

গ্রুপ পর্বের খেলা এখনও বাকি। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। কিন্তু এরইমধ্যে হঠাৎ ক্ষেপে গেলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি। রেগে যাওয়ার কারণও যথার্থ। এশিয়া কাপের সুপার ফোরের সূচিতে বাংলাদেশকে গ্রুপ রানার্স আপ হিসেবে ধরে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
ফলে টানা খেলা থাকার কারণে দুবাই-আবুধাবি শহরে টানা ভ্রমণের ঝক্কি সামলাতে হবে ক্রিকেটারদের। স্বাভাবিকভাবেই
নতুন সূচি অনুযায়ী, ভারত এবং পাকিস্তান আগামী শুক্রবার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি হবে। এর পরদিন আবার ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে। শুরুতে সূচি ছিল এমন- গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ দল দুবাইয়ে এবং গ্রুপ ‘এ’র রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দল আবুধাবিতে খেলবে।বাংলাদেশকে গ্রুপের রানার্স আপ ধরেই সূচি সাজিয়েছে এসিসি। অথচ গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখনও মাঠেই গড়ায়নি।
এর অর্থ হচ্ছে, অনক ধকল যাবে বাংলাদেশের ওপর দিয়ে। বাংলাদেশকে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেই শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে খেলার জন্য দুবাইয়ে হাজির হতে হবে। তারপর আবার রোববার (২৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে আবুধাবিতে যেতে হবে মাশরাফিদের। তবে কিছুটা সুবিধাও হয়েছে। কারণ, নতুন সূচিতে আবুধাবিতে ভ্রমণ একদিন কমেছে বাংলাদেশের। আগের সূচিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলে চারদিনে তিন ম্যাচ খেলতে হতো মাশরাফিদের।
মূল ক্ষতিটা হয়েছে পাকিস্তানের। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর ছুটতে হবে দুবাইয়ে। দুই দিন পরেই আবার আবুধাবিতে ফিরে বাংলাদেশের মুখোমুখি হতে হবে সরফরাজদের।
বুধবার (১৯ সেপ্টেম্বর) মাঠে অনুশীলনে নেমে এশিয়া কাপের এই পরিবর্তিত সূচি সম্পর্কে জানতে পারে বাংলাদেশ দল। বর্তমান সূচি অনুযায়ী আগামীকাল (২০ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন অর্থহীন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এতে হতাশ মাশরাফি।
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘প্রথম থেকেই আমাদের পরিকল্পনায় ছিল যে আমরা যদি শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারাতে পারলে আমরা হয়ত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাব। এরপর গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপ ‘এ’ রানার্স আপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলব সুপার ফোরে। কিন্তু আজকে সকাল থেকে জানতে পারছি, আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতি আর হারি, আমরা ‘বি ২’ হয়ে গেছি। এটা অবশ্যই হতাশার।’
টুর্নামেন্টের নিয়মকে প্রশ্নবিদ্ধ করে মাশরাফি বলেন, ‘অবশ্যই আন্তর্জাতিক ম্যাচের মূল্য আছে। কিন্তু গ্রুপ ম্যাচ বলেন বা যাই বলেন, একটা নিয়ম থাকে টুর্নামেন্টের। সেই নিয়মের বাইরে চলে যাচ্ছি আমরা। এটাই হতাশার। আমার মনে হয় না কেউ ভালোভাবে প্রতিক্রিয়া দেবে। এমনকি একজন পাগলও এটা ভালোভাবে প্রতিক্রিয়া দেবে না। আন্তর্জাতিক টুর্নামেন্টে গ্রুপ স্টেজের আগের দিন শুনছেন যে আপনি গ্রুপে দ্বিতীয়।’
এভাবে সূচি বদলে যাওয়ায় বাংলাদেশ দলের পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে। তীব্র গরমে পরপর ম্যাচ খেলতে গিয়ে দলের জন্য যে বাড়তি চাপ হয়ে যাবে তাও বললেন মাশরাফি।
এমএ