ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


সাকিবের খবরে চটেছে বিসিবি


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪০

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত মেয়ের অসুস্থতার কারণে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান এমন সংবাদে চটেছেন বিসিবি প্রধান! আসরের ১ম ম্যাচে ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে পরেন।

ফলে এবারের এশিয়াকাপে খেলা হচ্ছে না তার। এমন পরিস্থিতিতে দলের আরেক সিনিয়র প্লেয়ার সাকিবকে জড়িয়ে এমন ভিত্তিহীন সংবাদে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুভসূচনা করে টাইগাররা। টাইগারদের জয়ের ম্যাচেই বাঁহাতের কবজিতে চোট পেয়ে আসর থেকে ছিটকে পড়েন ওপেনার তামিম ইকবাল। এছাড়া মুশফিকুর রহিম ও সাকিব ইনজুরি নিয়ে খেলেছেন। তামিমের দেশে ফেরার কথা মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর)।

টাইগার সমর্থকরা তামিমের পর আরেক সিনিয়র ক্রিকেটার সাকিবের দেশে ফেরার সংবাদে হতাশ হন। তবে বিসিবির দাবি, এমন সংবাদ শুধুমাত্র গুজব ছিল।

বিসিবি বলেন, যেসব সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করে তাদের দায়িত্বজ্ঞানের অভাব রয়েছে। পাশাপাশি সাকিবের মেয়ে সুস্থ আছে বলেও জানান, সাকিবের ঘনিষ্ঠ সূত্র।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর)গ্রুপের দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কার বিদায়ে ইতিমধ্যে এই গ্রুপ থেকে বাংলাদেশ ও আফগানিস্তান সুপার ফোর নিশ্চিত করেছে।

আইএমটি