আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর সামরিক মহড়া
আরব সাগরে মহড়া চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। ছোঁড়া হয়েছে FM-90 সারফেস-টু-এয়ার মিসাইল। যা চীনা HQ-17 এর নৌ সংস্করণ।
সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইএসপিআর।
ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি খুবই সুনিপুণভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে দ্রুতগতিতে ধ্বংস করতে পারে। এর পাল্লা আনুমানিক ১৫ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৬ কিলোমিটার উচ্চতায় উঠতে পারে মিসাইলটি।
আইএসপিআর জানায়, সাধারণত দ্রুতগতিতে ছুটতে থাকা লক্ষ্যবস্তু যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ফেলে, তা ধ্বংসে এ ধরনের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
