ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

ফেসবুক ভিডিওতে আয়ের সুযোগ


৩১ আগস্ট ২০১৮ ০১:৩০

ভিডিওতে আয়ের পথ উন্মুক্ত করেছে ফেসবুক। সম্প্রতি বিশ্বব্যাপী এটি চালুর কথা জানিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এ মাধ্যমটি। যুক্তরাষ্ট্রে এ সুযোগ চালুর এক বছরের মাথায় নতুন এ ঘোষণা এসেছে। খবর-বিবিসি টেক

শুরুতে এটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিলেন্যান্ডের জন্য উন্মুক্ত ছিল। এবার বিশ্বব্যাপী এর বিস্তৃতি হবে। ভিডিওর সব থেকে জনপ্রিয় মাধ্যম ইউটিউব কে টেক্কা দিতেই ফেসবুকের এমন উদ্বোগ।

এতে বলা হয় নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে (পাবলিশার) শুরুতে এ সুযোগ দেয়া হবে। যেখানে পাবলিশার ইউনিক ভিডিও আপলোড করে বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন। ভিডিওতে বিজ্ঞাপন থেকে শুরু করে অর্থ আদায় সকল কাজ সম্পন্ন করবে ফেসবুক। এখানে পাবলিশারের সঙ্গে রেভিনিউ শেয়ার করবে তারা। রেভিনিউর ৫৫ ভাগ পাবে পাবলিশার ও ৪৫ ভাগ নিবে ফেসবুক। ইউটিউবের মতই ভিডিও মনিটাইজিং করে ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে।

এসএ