ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


১৫৯ জনের বিপরিতে ১টি পদ


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪১

সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক পদে ১২ হাজার শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ১৯ লাখ প্রার্থী। সে হিসাবে একপদের জন্য লড়বে প্রায় ১৫৯ জন পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিপিই মহাপরিচালক আবু হেনা মো. মোস্তফা কামাল বলেন, ১২ হাজার সরকারি শিক্ষক নেয়া হলেও সারা দেশে ১৮ লাখ ৮৬ হাজার ৯২৭ আবেদন জমা পড়ে।
আগামী ১মাসের মধ্যে লিখিত পরীক্ষার সময় ঘোষণা করা হবে। এ সময়ের মধ্যে প্রার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কাজ শেষ করা হবে। ডিপিই ওয়েবসাইটে প্রবেশপত্র ও যাবতীয় নির্দেশনা দেয়া হবে।

১২ হাজার শিক্ষক নিয়োগে জন্য গত ৩০ জুলাই বিজ্ঞপ্তি দেয় ডিপিই। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এতে পুরুষদের জন্য স্নাতক বা সমমানের দ্বিতীয়/বিভাগ বা শ্রেণিতে পাস থাকতে হবে। আর নারীদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয়/বিভাগ/সমমানে পাস হতে হবে।

ডিপিই সূত্র জানায়, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় ৬৪ হাজার ৮২০টি । তার মধ্যে পদ শূন্য রয়েছে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক ।

এ কারণে নতুন করে রাজস্বখাতভুক্ত আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় আসন প্রতি ৩ জনকে ১ জন পুরুষ ও ২ জন নারী নির্বাচন করা হবে।

এসএমএন