তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান
তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও চার কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী ফ্যালকন ফিফটি মডেলের প্রাইভেট জেটটি।
বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনার আগমুহূর্তে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলো আকাশযানটি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আঙ্কারার একটি বিমানবন্দরের খুব কাছেই পাওয়া যায় ধ্বংসাবশেষ।
তবে, ঘটনাটির পেছনে নাশকতার শঙ্কা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। লিবিয়া সরকারের ভাড়া করা বিমানে করে তুরস্কের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেনাপ্রধান আল-হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা।
