ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


টাইমের ‘পারসন অব দ্য ইয়ার' কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিরা: যাদের হাতে বদলে যাচ্ছে পৃথিবী


২৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৯

সংগৃহীত

টাইম ম্যাগাজিন ২০২৫ সালের কৃত্রিম বুদ্ধিমত্তার ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে কোনো একজন মানুষকে বেছে নেয়নি। এবার সম্মান দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বেশ কয়েকজন নির্মাতাকে। যাদের তারা বলছে ‘এআই স্থপতি’। 

 

টাইম বলছে, ২০২৫ সালই সেই বছর, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবন স্থায়ীভাবে বদলে দিয়েছে। এই প্রযুক্তি আর ভবিষ্যতের বিষয় নয়। এটি এখন বাস্তব।

 

একজন নয়, একটি শক্তি

 

টাইম ম্যাগাজিনের ইতিহাসে এটি বিরল সিদ্ধান্ত। এবার কোনো রাজনীতিক বা তারকা নন।

 

পুরো একটি প্রযুক্তিগত শক্তিকে স্বীকৃতি দিয়েছে টাইম ম্যাগাজিন। সম্পাদক-ইন-চিফ স্যাম জ্যাকবস লিখেছেন, ‘ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানুষের কাজ, চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন পাল্টে দিয়েছে।‘ তার মতে, এই পরিবর্তন আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।

 

কারা এই এআই স্থপতি?

 

‘এআই স্থপতি’ বলতে বোঝানো হয়েছে সেই মানুষদের, যারা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও বিস্তারে নেতৃত্ব দিয়েছেন। এই তালিকায় রয়েছেন, ওপেন এআই’র স্যাম অল্টম্যান, এনভিডিয়া’র জেনসেন হুয়াং, গুগল ডিপমাইন্ডের ডেমিস হাসাবিস, মেটা’র মার্ক জাকারবার্গ, এক্সএআই’র ইলন মাস্ক, এনথ্রোপিক’র ডারিও অ্যামোডেই, স্ট্যানফোর্ড’র ফেই-ফেই লি ও এএমডি’র লিসা সু। 

 

তারা এআইকে গবেষণাগার থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিয়েছেন বলে উল্লেখ করা হয় টাইমের ভাষ্যে।