ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির আনন্দ মিছিল


২৩ ডিসেম্বর ২০২৫ ২০:০৬

সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এই মিছিল বের করা হয়। মিছিলে শার্শা উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু এবং যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘তারেক তারেক জিয়া জিয়া’, ‘তারেক জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

র‍্যালিটি শার্শা বাজার প্রদক্ষিণ করে কামারবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি শেষ হয়।

উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।