ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি শুরু


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫০

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টটিউট (রমনা) বিএনপির প্রতীকী অনশন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির ও সুচিকিৎসার দাবিতে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে দলটি।

বুধবার (১২সেপ্টেম্বর ) সকাল ১০টা ১০মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টটিউট (রমনা) বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে শুরু হয়ে চলবে দুপুর ১২ পর্যন্ত। এই কর্মসূচিতে নেতাকর্মী উপস্থিত হয়েছেন। কর্মসূচিতে যোগদান করেতে সকাল থেকেই নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ইঞ্জিনিয়ারিং ইনিস্টটিউট সামনে এস হাজির হয়

এই অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইচ-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়াসহ সিনিয়র নেতৃবৃন্দরা ।

এসএমএন