ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা


১৭ মার্চ ২০১৯ ২৩:২৭

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা

বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ১৭ ই মার্চ রবিবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে " এ বাংলায় তুমি জন্মেছিলে বলেই আজ আমরা স্বাধীন" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন,১৯৭৫ এর ২৬শে মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন দুর্নীতিবাজদের ক্ষতম করতে পারলে বাংলাদেশের শতকরা ২৫-৩০ ভাগ মানুষের দুঃখ কমে যাবে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবীদ অধ্যাপক ড.আবুল বারকাত।

তিনি বলেন, ১৯৭৫ এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর দীর্ঘসময় ধরে বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো বলেন এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এভাবে যদি নির্ভেজাল ২০ বছর দেয়া হয় তাহলে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। এবং বঙ্গবন্ধুর চর্চা ও ভাবনা পর্যালোচনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন কিভাবে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর চর্চা পর্যালোচনার জন্যে অনুরোধ করা হয়।

শোষণহীন সমাজ গড়ে তুলে বঙ্গবন্ধুর বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি বলে মন্তব্য করেন সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক ও বিশিষ্ট অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহীম খালেদ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, অধ্যাপক ড.আশফাক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা.এস.এ.মালেক ।