ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


সুষ্ঠু নির্বাচন চান সিদ্দিকী


৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৪

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, অল্প কয়েক দিনের জন্য শেখ হাসিনা কিংবা তার সরকারের পতন নয়, বরং আমরা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি।

শনিবার (৮ সেপ্টেম্বর) দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা নির্বাচনে অংশ নেব। এছাড়া শেষ দিন পর্যন্ত জাতীয় ঐক্য চাইব। বিএনপি ও আওয়ামী লীগকে সমদূরত্বে রেখে জাতীয় ঐক্য গড়তে চাচ্ছি। আমাদের ঐক্য শুভ-অশুভ হতে পারে, তবে জাতির ক্ষতি করবে না।’

জাতীয় ঐক্য আওয়ামী লীগকে বাদ দিয়ে হতে পারে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন কথা যথার্থ বলেও মনে করেন আওয়ামী লীগের সাবেক এই নেতা।

নির্বাচনের তারিখের বিষয়ে তিনি বলেন, এমনকি কোনো মন্ত্রী-এমপিরও এখতিয়ার নেই। এমন বক্তব্য শুধু নির্বাচন কমিশন দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

এমএ