ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


স্লোগানে মিলবে না মনোনয়ন


৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুধু স্লোগান দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। প্রত্যেক নেতাকর্মীর আমলনামাই শেখ হাসিনার কাছে আছে। ছয় মাস পরপর রিপোর্ট জমা হচ্ছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) ‘নির্বাচনী ট্রেনযাত্রায়’ উত্তরাঞ্চলে যাওয়ার পথে নাটোর স্টেশনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে কাদের বলেন, ‘স্লোগান দিয়ে নমিনেশন আদায় করা যাবে না। স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না। যার পক্ষে নাটোরের জনগণ আছে, জনগণ যাকে পছন্দ করে, ভালোবাসে, তাঁকে বঞ্চিত করা হবে না।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। ফখরুল সাহেব বলেছেন, আওয়ামী লীগের নাকি ভোট কমে গেছে। শেখ হাসিনা ইতিবাচক রাজনীতি করেন, সে কারণে আওয়ামী লীগের ভোট কমেনি। বরং বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তাদের ভোট কমেছে। ফখরুল সাহেবদের মাথা খারাপ হয়ে গেছে। ভেবেছিল, খালেদা জিয়া জেলে থাকলে সারা দেশে বঙ্গোপসাগরের ঢেউ বয়ে যাবে। ছোটো ছোটো নদীর ঢেউও বিএনপি সৃষ্টি করতে পারেনি। ’

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এ পথসভায় সংসদ সদস্য ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ