ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ফের মধুর ক্যান্টিনে এলেন ছাত্রদল নেতারা


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৪

ফের মধুর ক্যান্টিনে এলেন ছাত্রদল নেতারা

বৃহস্পতিবার ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী ২০-২৫ জন নেতাকর্মী সঙ্গে নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসানও মধুতে আসেন।

মধুতে আগে থেকেই অবস্থান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরাও। এছাড়া ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেখানে ছিলেন। তবে কোনো পক্ষই কোনো ধরণের স্লোগান এবং অন্য কর্মকাণ্ডে অংশ নেয়নি। এসময় তারা নীরবেই চা পান করেন। 

নয় বছর পর গতকাল বুধবার ছাত্রদলের নেতাকর্মীরা প্রথম ক্যাম্পাসে আসা শুরু করেছেন। দীর্ঘদিন ধরে বৈরিতা থাকলেও ছাত্রলীগের নেতাকর্মীরাও তাদেরকে স্বাগত জানিয়েছেন। এদিন ছাত্র ইউনিয়নসহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কুশল বিনিময় করেন তারা।

সর্বশেষ ছাত্রদল মধুর ক্যান্টিনে এসেছিল ২০১০ সালের ২১ জুন।

আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।