নয় বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল

প্রায় ৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গেছেন বিএনপি সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা। ডাকসু নির্বাচন সামনে রেখে বুধবার বেলা পৌনে ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করেন তারা।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে সংগঠনের ১০ জন নেতা প্রথমে সেখানে যান। এরপর যোগ দেন আরও কয়েকজন নেতাকর্মী।
ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি ও ছাত্রদলের অবস্থান জানাতে আজ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।
আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। তবে হলে ভোটকেন্দ্রের বিরোধিতা নিয়ে এখনও দাবি জানিয়ে আসছে ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বামপন্থী সংগঠনগুলো। তবে ছাত্রলীগ নেতৃত্বাধীন জোটের সংগঠনগুলো হলে ভোট কেন্দ্রের পক্ষেই মত দিয়েছে।
/এ আই