উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানের পদ উন্মুক্ত থাকবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত থাকবে ।
শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রথম ধাপের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার সময় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত হয়েছে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দেবে না। প্রার্থিতা উন্মুক্ত থাকবে।
তিনি বলেন, সার্বিক শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে এমন ঘোষণা দেয়ার পর পিছু হটেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওই সময় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলাপের পর ‘আইনি জটিলতা’ থাকায় উন্মুক্ত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দল।
এছাড়া, দল থেকে মনোনয়ন পাওয়া ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
/আনু