ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে: আবদুস সালাম

আগামী ৬ ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট । এতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর নেতাদের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন হবে। ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণশুনানি, কীভাবে কোথায় হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আমরা ৬ তারিখের কর্মসূচি সফল করতে সভা করেছি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে অভিযোগ করে অনতিবিলম্বে পুনরায় নির্বাচন দাবি করেন তিনি বলেন, ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ নেয়াসহ বিভিন্নভাবে প্রলুব্ধ করে উৎকণ্ঠার মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে সরকার। ঐক্যফ্রন্টের মধ্যে কোনো বিভেদ নেই। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, বিএনপি নেতা নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, বিকল্পধারার অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, এল কে চৌধুরী, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, প্রমুখ ।
/আনু