জনসভা স্থগিত, নতুন কর্মসূচিতে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাদের মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা স্থগিত করে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। মূলত বইমেলার কারণে এ কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
নতুন কর্মসূচি হলো, আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিবাদ সমাবেশ এবং ৯ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমালোচনা করে রিজভী বলেন, নির্দোষ জাহালাম এতদিন কারাগারে ছিল। আওয়ামী সরকারের দুদকের অন্যায় সিদ্ধান্তের কারণে। দুদক কাজ করে সরকারের সন্তুষ্টির জন্য, ন্যায়প্রতিষ্ঠার জন্য নয়। সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের মেশিন হচ্ছে দুদক।
তিনি বলেন, এ দুদকই সরকারের নির্দেশে বেগম জিয়াকে অন্যায় মামলা দিয়ে কারাগারে বন্দি করেছে। তবে দুদক সরকারের অর্থ লোপাটকারী আর দুর্নীতিবাজদের স্পর্শও করতে পারছে না। এক দেশে দুই নীতি দুদকের।
/আনু