ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি


১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০১

ফাইল ছবি

আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী জানান, আগামী ৮ই ফেব্রুয়ারি, শুক্রবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এজন্য সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আগামী ৮ই ফেব্রুয়ারির জনসভা সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে প্রস্ততি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, আগামী ৮ ফ্রেবুয়ারি খালেদা জিয়ার কারাবাসের এক বছর পূর্ণ হবে। ২০১৮ সালের এদিন বিশেষ আদালতের রায়ে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় তার ৫ বছরের সাজা হয়। হাইকোর্টে এ সাজা আরও ৫ বছর বৃদ্ধি পায়।

/আনু