ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ড. কামাল আজ জানাবেন কেন শপথ নেবেন না ঐক্যফ্রন্টের এমপিরা


৩১ জানুয়ারী ২০১৯ ০০:২৭

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ৮ সংসদ সদস্য (এমপি) কেন শপথ নেবেন না, তা আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্ট সূত্র এমনটা নিশ্চিত করেছে।

রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভায় অংশ নেবেন ড. কামাল হোসেন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ নেয়া না নেয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে আসবে।

যদিও এরইমধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৮ জন সদস্য শপথ নেবেন না বলে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তবে গণফোরামের নির্বাচিত দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদে যাওয়ার ব্যাপারে নিজেরাই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

এ বছরের মার্চের শেষ দিকে গণফোরামের পঞ্চম কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্ত্রীসহ দেশে ফিরেছেন ড. কামাল হোসেন।

/এ আই